ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড্রয়েডে জানার কৌশল

7
543

ঘরে-বাইরে, স্কুলে-কলেজে, কর্মক্ষেত্রে কিংবা বন্ধুর বাসায় কিংবা কোন কফি শপে বসে আমরা আমাদের অ্যানড্রয়েডে কত ধরণের ওয়াইফাই পাসওয়ার্ড যে আজ পর্যন্ত ব্যবহার করেছি তার ইয়ত্তা নেই। আমরা যখনই কোন ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করি আমাদের অ্যানড্রয়েড তা মেমরিতে সংরক্ষণ করে রাখে। যাতে পরবর্তীতে আমরা ওই পাসওয়ার্ডটি ব্যবহার করে উক্ত ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করতে পারি ।

কিন্তু সমস্যা হল এইখানে যে আমরা আমাদের ডিভাইস কর্তৃক সংরক্ষিত পাসওয়ার্ডটি দেখতে পাইনা। ফলে যদি আমরা উক্ত ওয়াইফাই নেটওয়ার্কে অন্য কোন ডিভাইস সংযুক্ত করতে চাই তাহলে পাসওয়ার্ড না জানার কারণে বা ভুলে যাওয়ার কারণে আমরা আর কোন নতুন ডিভাইস সংযোগ দিতে পারিনা।

এই সমস্যার সমাধান করার জন্য আলেক্সান্দো শিলিংস এমন একটি এপ তৈরি করলেন যা আমাদের অ্যানড্রয়েডে যুক্ত ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানতে সাহায্য করবে। এপটি ব্যবহারের মাধ্যমে আপনি অনেক সহজে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানতে ও অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।

ধাপ-১ঃ ওয়াইফাই কী রিকভারি ইন্সটল করুনঃ

শিলিংস কর্তৃক তৈরিকৃত এপটির নাম হল ওয়াইফাই কী রিকভারি। আপনি এই এপটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবেন।

এপটি ইন্সটল করার জন্য যা করতে হবেঃ

(ক) এপটির নাম লিখে সার্চ করুণ।

(খ) তারপর আপনার রুট ড্রাইভে কিংবা ইচ্ছামত কোন জায়গায় এপটি ইন্সটল করুণ (রুট ড্রাইভ হল আপনার অ্যানড্রয়েডের সব প্রোগ্রাম ফাইলগুলো সংরক্ষণের প্রধান জায়গা)।

ধাপ-২ঃ সংরক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখুনঃ

ওয়াইফাই কী রিকভারি ব্যবহার করে পাসওয়ার্ড দেখার উপায়ঃ

(ক) ওয়াইফাই কী রিকভারি চালু করার পর এপটি আপনার কাছে সুপার ইউজারের অনুমোদন চাবে।

(খ) অনুমোদনটি গ্রহণ (গ্রান্ট) করুণ।

(গ) তারপর এমন একটি লিস্ট আসবে যেখানে আপনি এখন অবধি আপনার অ্যানড্রয়েডে যত ধরণের ওয়াইফাই কানেকশন ও পাসওয়ার্ড ব্যবহার করেছেন তা লেখা থাকবে।

(ঘ) এখানে “পিএসকে” ফিল্ডে যা লেখা থাকবে সেটাই হল পাসওয়ার্ড।

 

(ঙ) যদি আপনি অ্যানড্রয়েডটি কেনার পর থেকে আজ পর্যন্ত অত্যধিক সংখ্যক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন, তাহলে লিস্টটি অনেক লম্বা হবে। সেক্ষেত্রে কোন নির্দিষ্ট ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজে বের করার জন্য আপনি “এসএসআইডি কুইকসার্চ” নামক ফিল্ডটি ব্যবহার করতে পারেন।

ধাপ-৩ঃ ওয়াইফাই পাসওয়ার্ডটি শেয়ার করুনঃ

যদি এই লিস্ট থেকে যেকোনো একটি পাসওয়ার্ড অন্য কোন ডিভাইসে শেয়ার করতে চান তবে তার জন্য কয়েক ধরণের পদ্ধতি আছে।

একটি পদ্ধতি হলঃ

(ক) লিস্টে যেকোন একটি ওয়াইফাই অপশনে চাপ দিলে ছোট্ট একটি মেনু আসবে।

(খ) যার মাধ্যমে উক্ত ওয়াইফাই নেটওয়ার্কের সম্পূর্ণ তথ্য কিংবা শুধুমাত্র পাসওয়ার্ডটি শেয়ার করা যায়।

(গ) “কিউআর কোড” এর মাধ্যমেও তথ্য শেয়ার করা যায়। তবে এর জন্য বাড়তি আরেকটি এপ এর প্রয়োজন হয়।

 

ধাপ-৪ঃ ওয়াইফাই পাসওয়ার্ডটি সংরক্ষণ করুনঃ

আপনি চাইলে ওয়াইফাই কানেকশনের এই লিস্টটি সংরক্ষণ করে রাখতে পারেন।

এর জন্য যা করতে হবে-

(ক) আপনার ডিভাইসের হার্ডওয়্যার মেনু বাটনে কিংবা নেভিগেশন বারে তিন ডট যুক্ত অপশনে চাপ দিন।

(খ) তারপর “এক্সপোর্ট” এ সিলেক্ট করুণ।

(গ) এতে করে একটি টেক্সট ফাইল তৈরি হবে যাতে সবগুলো তথ্য জমা হয়ে যাবে।

(ঘ) এবার এ টেক্সট ফাইলটি আপনি চাইলে আপনার “এসডিকার্ড” কিংবা অন্য কোন ডিভাইসে কপি করে সংরক্ষণ করতে পারেন।

(ঙ) আর যদি আপনার লিস্টটি অনেক বড় না হয় তবে স্ক্রিনশটের মাধ্যমেও সংরক্ষণ করতে পারেন।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here