শেষকৃত্য পরিচালনার কাজ করবে রোবট!

9
496
মানুষের কাজকে সহজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে রোবট। সময়ের আবর্তনে বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে রোবট। কোনো কোনো রোবট আবার ফুটবল খেলাতেও পারদর্শী। তাই তথ্যপ্রযুক্তির এ যুগে রোবট এখন আর কোনো বিস্ময়ের নাম নয়। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করবে রোবট—এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। আর পুরোহিত রোবট তৈরির কাজটি করেছে জাপানের রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক।
ম্যাশেবলের খবরে প্রকাশ, সম্প্রতি ‘টোকিও ইন্টারন্যাশনাল ফিউরেনাল অ্যান্ড সিমেট্রি শো’তে রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক নির্মিত ‘পিপার’ নামের একটি রোবটের প্রদর্শন করা হয়েছে শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে সক্ষম। জাপানি রীতিনীতির প্রতিও সমান খেয়াল রাখবে সফটব্যাংকের ‘পিপার’। পিপারের নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক হলেও রোবটটি যে সফটওয়্যারের মাধ্যমে শেষকৃত্য অনুষ্ঠানের মন্ত্র উচ্চারণ করছে, তা তৈরি করছে জাপানি সফটওয়্যার প্রতিষ্ঠান নিসেই ইকো।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here