ডাব্লিউসিআইটি সম্মেলনে ১০টি অ্যাওয়ার্ড বাংলাদেশ’র

11
348
電子報1_2

 

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত তথ্য-প্রযুক্তির অলিম্পিকখ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডাব্লিউসিআইটি)-এর ২১তম সম্মেলনে ১০টি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার বাংলাদেশের সরকারি-বেসরকারি দফতর ও কোম্পানির প্রতিনিধির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তাইওয়ানের প্রধানমন্ত্রী উইলিয়াম লাই এবং ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)-এর চেয়ারম্যান ইভোনি চিউ।
তাইওয়ানের তাইপে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (টিআইসিসি) এসব অ্যাওয়ার্ড নিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাকের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী সদস্যগণ, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, তথ্য-প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব ও ইনফো সরকার (৩) প্রকল্পের পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষসহ সরকারি-বেসরকারি ৫২ সদস্যের প্রতিনিধি দল।
যে সব অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ
উইটসা-২০১৭ আইসিটি অ্যাওয়ার্ড : মেরিট ইউনার্স (অনারেবল ম্যানশন)।
১. আমরা নেটওয়ার্কস লিমিটেড, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
২. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, সাসটেনেবল গ্রোথ অ্যাওয়ার্ড।
৩. বাংলাদেশ পোস্ট অফিস, মোবাইল এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
ই-এশিয়া-২০১৭ অ্যাওয়ার্ড
১. ফাইবার অ্যাট হোম লিমিটেড, ক্রিয়েটিং ইনক্লুসিভ ডিজিটাল অপরচুনেটি ক্যাটাগরিতে- ইনফো সরকার প্রকল্পের জন্য।
২. বিজনেস অটোমেশন লিমিটেড, ওপেন ডিজিটাল গর্ভনমেন্ট ক্যাটাগরিতে-হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রকল্পের জন্য।
৩. বাংলাদেশ পোস্ট অফিস, ট্রেইড ফ্যাসিলেটেশন অ্যান্ড ই-কমার্স ক্যাটাগরিতে-পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং টু দ্য আনব্যাংকড পিপল প্রকল্পের জন্য।
অ্যাসোসিও -২০১৭ অ্যাওয়ার্ড :
১. উই-মোস্ট আউটস্টান্ডিং আইসিটি কোম্পানি ক্যাটাগরি।
২. বাংলাদেশ পোস্ট অফিস।
৩. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
৪. বিআইটিএম।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here