অ্যামাজন’র প্রধান কার্যালয় নিজ শহরে চায় নিউইয়র্ক

11
394
“নিউ ইয়র্ক শহর বিশ্বাস করে এটি কয়েকটি কারণে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী, এর মধ্যে বড় পরিসরে উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মীবৈচিত্র্য আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় রাখার আগের রেকর্ড রয়েছে। এই শহরে থাকা গুগলের প্রধান কার্যালয়ে বর্তমানে পাঁচ হাজার কর্মী কাজ করছেন, যা সিলিকন ভ্যালির বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি কর্মীসংখ্যার কার্যালয়।”

বিখ্যাত প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে এমনটা বলা হয়।

অ্যামাজন বলেছে, তারা তাদের নতুন প্রধান কার্যালয় চালু ও পরিচালনা করতে পাঁচশ কোটি ডলার বিনিয়োগ করবে।

সেই সঙ্গে এই কার্যালয়ে ৫০ হাজার কর্মীর কর্মসংস্থান করা হবে। অ্যামাজনের প্রধান কার্যালয়ের জন্য আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে শিকাগো, বালটিমোর, হিউস্টন, বোস্টন আর অরল্যান্ডো।

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত অ্যামাজনের কাছে ৫০টিরও বেশি শহর প্রস্তাব দাখিল করবে বলে আশা করা হচ্ছে।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here