স্মার্টফোনের হারানো ডাটা উধ্বার?

9
319
Signpost along the road to recovery.

স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ বর্তমান সময়ে খুব কমই আছে। বর্তমানে এর ব্যবহার শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নেই।
স্মার্টফোন এখন ছবি, রেকর্ড কিংবা তথ্য সংরক্ষণ করার বস্তুতে পরিণত হয়েছে।

তবে অনেক সময় নিজের অগোচরেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। তখন আফসোস করা ছাড়া উপায় থাকে না! আমরা অনেকেই হয়তো জানি না যে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাওয়ার অনেক রকম উপায় রয়েছে।

গুগল প্লে-স্টোরে অনেক অ্যাপ রয়েছে যার সাহায্যে আপনি ফিরে পাবেন মুছে যাওয়া ছবিগুলো।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোর থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের অ্যাপটি বেশ উপযোগী।

এছাড়া ‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ আরেকটি অ্যাপ। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি। এর বাড়তি সুবিধা হচ্ছে- এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া এমপি-থ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পাওয়া যায়। এটির ব্যবহারেও কোনো চার্জ লাগে না।

হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করার জন্য আরও আছে ‘রিস্টোর ইমেজ’, ‘ডিগ ডিপ ইমেজ রিকভারি’ ইত্যাদি অ্যাপ।
এই অ্যাপস গুলোর সহায়তায় আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া মূল্যবান তথ্যাদি।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here