এন্টি ভাইরাস কতোটা সুরক্ষা দিচ্ছে আপনাকে? যাচাই করে নিন নিজেই ভাইরাস এর কোড দিয়ে!!

4
401

আপনার এন্টি ভাইরাস কি সত্যিই কাজ করছে? নাকি আপনার অজান্তেই এন্টি ভাইরাস থাকা সত্বেও ভাইরাসরা বিচরন করছে আপনার গুরুত্বপূর্ণ তথ্য গুলোতে।

যাকে আপনার প্রান প্রিয় এন্টি ভাইরাস ভাবছেন সে কাল সাপ নাতো? ছলনাময়ী এই এন্টি ভাইরাস মিথ্যা প্রত্যাশা দিয়ে আপনাকে প্রতারনা করছে নাতো? ১ মিনিটে নিজেই প্রমান করে নিন ভাইরাসের কার্যক্ষমতা সম্পর্কে।

প্রথমে নোটপেড চালু করুন। এবার নিচের কোডটি একটা নোটপেডে সেভ করে যেকনো নাম দিন।যদি এই ফাইলটা আপনার এন্টি ভাইরাস ধরতে পারে ভাইরাস হিসাবে এবং এই ফাইলটা যদি রিনেম অথবা ডিলিট করতে পারে থাহলে বুঝে নিবেন আপনার এন্টি ভাইরাসটি সত্যি কাজের।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
আর যদি না ধরতে পারে তাহলে বুঝে নিবেন এই এন্টি ভাইরাসের উপর ভরসা রাখা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।

ভাইরাসের লজিক। এবং এটি আপনি চাইলে যে কোন সময় পিসি থেকে ডিলেট ও করে দিতে পারবেন।

দেখুন আপনার এন্টি ভাইরাসটি নিচের ছবির মত ভাইরাস ডিলেট করেছে কি না ।

যদি এই রকম ফাইলটি ডিলিট না করে তাহলে জলদি এই এন্টি ভাইরাস ব্যাবহার করা বাদ দিন। আর আমাদের ওয়েবসাইট থেকে ESET Anti-virus কী নিয়ে এটি ব্যবহার করুন। আপনার কম্পিউটার এর সুরক্ষার জন্য এটি ভাল কাজ করবে।

ESET LICENSE KEY

শেয়ার করতে ভুলবেন না কিন্তু ।

 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here