ইন্টারনেটে যাকে খোঁজাও বিপদ

11
364

ইন্টারনেটে এমন কিছু নাম আছে, যা খুঁজলে বিপদের ঝুঁকি বেড়ে যায়। পপ তারকা অ্যাভ্রিল লেভিন তেমনই এক তারকা। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি বলছে, অ্যাভ্রিল লেভিন (Avril Lavigne) নামটি অনলাইনে সবচেয়ে বিপজ্জনক তারকার নাম হিসেবে উঠে এসেছে।

গত মঙ্গলবার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অ্যাভ্রিলে নাম খুঁজলে ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভাইরাস ও ম্যালওয়্যার ভরা সাইটে গিয়ে হাজির হন। অ্যাভ্রিলের সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে।

ম্যাকাফি বলছে, লেভিন নাম সার্চ দিলে সাড়ে ১৪ শতাংশ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে যাওয়ার ঝুঁকি থাকে। তার নামের সঙ্গে ফ্রি এমপিথ্রি সার্চ দিলে ঝুঁকির মাত্রা ২২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

বিপজ্জনক তারকাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন বুনো মার্স। এরপরের অবস্থানে কার্ল রে জেসপেন, জায়ান মালিক, সেলিন ডিওন, ক্যালভিন হ্যারিস, জাস্টিন বিবার, শন ডিডি কম্বস, কেটি পেরি ও বিয়ন্সে।

২০১৩ সালের শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন লেভিন। বার্ষিক ১১তম এ তালিকায় লেভিন শীর্ষে আসার কারণ তার নতুন অ্যালবামের গুঞ্জন।

২০১৬ সালে ইন্টারনেটে সবচেয়ে বিপজ্জনক তারকার তালিকায় শীর্ষে ছিলেন অ্যামি শুমাখার। প্রথম নারী শিল্পী হিসেবে এ তালিকার শীর্ষে এলেন লেভিন।

এ তালিকা করার মাধ্যমে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করার বিপদ সম্পর্কে সচেতন করে ম্যাকাফি। অনলাইন সার্চ ও ডাউনলোডের সময় ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন থাকার কথা বলেছে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here