যুক্তরাজ্যে ‘অ্যাপলের মুখোমুখি’ মাইক্রোসফট

22
361

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের ঠিক বিপরীতেই স্টোর খুলতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এক বছর আগেই এখানে স্টোর খোলে অ্যাপল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, “মাইক্রোসফট নিশ্চিত করেছে যে তারা লন্ডনে একটি স্টোর খুলবে। রিজেন্ট স্ট্রিটে অ্যাপলের নিজস্ব স্টোরের কয়েক দরজা দূরেই থাকছে মাইক্রোসফট স্টোর, যা এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে।”

এর আগেও যুক্তরাজ্যে স্টোর খোলার ইচ্ছা প্রকাশ করেছে মাইক্রোসফট। ২০১৩ ও ২০১৫ সালে স্টোর খোলার ব্যাপারে গুজবও শোনা গিয়েছিল। কিন্তু সঠিক জায়গা না পাওয়ায় পরিকল্পনা বাদ দেয় প্রতিষ্ঠানটি।

এবার অনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে স্টোর খোলার পরিকল্পনার কথা জানিয়েছে মাইক্রোসফট। মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডাতে কয়েকটি এবং পুয়ের্তো রিকো ও অস্ট্রেলিয়াতে এমন একটি করে স্টোর রয়েছে তাদের।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here