মেক্সিকোতে মিলিয়ন ডলার দেবে ফেইসবুক

8
314

৭.১ মাত্রার এই ভুমিকম্প শেষ ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে। এতে দেশটির রাজধানীর অন্তত একশ’ জন  ও আশপাশের শহরগুলোতে ১৩০ জন নিহত হয়েছেন। কয়েক ডজন ভবন ধ্বসে পড়ে ও রাজধানীর ৪০ শতাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির সরকার একে দুর্যোগকালীন অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

সামাজিক মাধ্যমে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এ দানের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “মেক্সিকোতে ভূমিকম্পে আক্রান্ত প্রত্যেকের জন্য আমার ভাবনা রয়েছে।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “সেন্ট্রাল মেক্সিকোতে ভূমিকম্পে আক্রান্তদের সকলের জন্য আমাদের সহমর্মিতা আর মানুষ যেভাবে ফেইসবুকের একে অন্যকে সমর্থন দিতে এগিয়ে আসছে তার জন্য আমরা সবসময় উৎসাহ দিচ্ছি।”

উদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য চলতি সপ্তাহে এক লাখ ডলার দানের ঘোষণা দিয়েছেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।

এদিকে, সাম্প্রতিক সময়ে বিশ্ব গণমাধ্যমে আলোচনায় উঠে এসেছে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা। কিন্তু রোহিঙ্গাদের সমর্থনে দেওয়া পোস্ট ও পোস্টদাতারে অ্যাকাউন্ট ফেইসবুক সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here