Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

23
616

৬ ইঞ্চি ডিসপ্লের Walton Primo N3 এর বিভিন্ন আকর্ষণীয় ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী ইত্যাদি উল্লেখযোগ্য। মেটালিক ডিজাইন ও ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতোসব ফিচার থাকলেও দাম আপনার হাতের নাগালেই – মাত্র ৯৯৯০ টাকা।
Primo N3 এর ডিসপ্লে, ইউজার ইন্টারফেস, ডিজাইন, ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স ইত্যাদি বিশ্লেষণধর্মী বিষয় নিয়ে Walton Primo N3 হ্যান্ডস-অন রিভিউ টিউনটি সাজিয়েছি।
Primo N3 review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
একনজরে ওয়ালটন Primo N3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  • ৬ ইঞ্চি ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ২ গিগাবাইট র‍্যাম
  • ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
  • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি

Primo N3 review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo N3

  • মাল্টি-উইন্ডো
  • ১৩+৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
  • ৬ ইঞ্চি ডিসপ্লে
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

বিস্তারিত রিভিউ শুরু করছি আনবক্সিং দিয়ে-
Primo N3 কেনার পর এর সাথে আর যা পাবেন–

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ওয়ারেন্টি কার্ড
  • ইয়ারফোন

Primo N3 Unboxing Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
মেটালিক ডিজাইন ও দারুণ বিল্ড কোয়ালিটির কারণে Primo N3 এর গড়নের মধ্যে প্রিমিয়াম ভাব আছে। ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একই পার্শ্বে।
Primo N3 hands-on review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট আর নিচের অংশে রয়েছে Mic; এর সামনের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা আর পেছনের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স, এলইডি ফ্ল্যাশ, ওয়ালটনের লোগো ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Primo N3 hands-on review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়েছে।
Primo N3 UI Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অপারেটিং সিস্টেমঃ
Primo N3 এ অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, এতে পরবর্তীতেও আপডেট পাওয়া যাবে বলে ওয়ালটন সূত্রে জানা গেছে।
Primo N3 review OS Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ক্যামেরা পারফরম্যান্সঃ
১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার Primo N3 এর ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে টাচ ফোকাস, স্মার্ট সিন, সেলফ-টাইমার, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার প্রভৃতি উল্লেখযোগ্য। চমৎকার ছবি তুলতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি।
দেখে নিন এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস অপশন-
Primo N3 review Camera Settings Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Primo N3 এর রেয়ার ক্যামেরা স্যাম্পল-
Primo N3 review Camera Sample Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

প্রসেসর ও জিপিউ:
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট ও মালি ৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo N3 CPU GPU Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
রম ও র‍্যামঃ
এই ফোনে ১৬ গিগাবাইট রমের পাশাপাশি আছে ২ গিগাবাইট র‍্যাম। এতে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যায়।
Primo N3 review Memory Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
গেমিং পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে বিভিন্ন এইচডি গেম খেলে বেশ মজা পাওয়া যায়। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর আর ২ গিগাবাইট র‍্যাম থাকায় Primo N3 এ জনপ্রিয় বিভিন্ন এইচডি গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo N3 Gaming Review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বেঞ্চমার্কঃ
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেঞ্চমার্ক এ Primo N3 এর স্কোর এসেছে ২৩৮৪২; অন্যদিকে GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪১৪ ও ১১২৭
Primo N3 review AnTuTu Benchmark GeekBench Score Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অন্যদিকে Nenamark এ এই ফোনের স্কোর এসেছিলো ৫৬.১
Primo N3 hands-on review NenaMark Score Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর ৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে আপনার ভিডিও এক্সপেরিয়েন্সটাও হবে বেশ উপভোগ্য।
Primo N3 video review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
কানেক্টিভিটিঃ
ডুয়েল সিম সাপোর্টেড Primo N3 এর উভয় সিম স্লটই থ্রিজি সাপোর্টেড। এর পাশাপাশি এতে ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সেন্সর:
এই ফোনে প্রক্সিমিটি, লাইট, হল সেন্সর, রিমোট সেন্সর, গাইরোস্কোপ, অ্যাক্সিলেরোমিটার প্রভৃতি সেন্সর বিদ্যমান।
Primo N3 hands-on review Fingerprint Sensor Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ব্যাটারি পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লের Primo N3 এ ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি পারফরম্যান্স ভালোই। ১০০% চার্জ দেওয়ার পর টানা ২ ঘন্টা ১৬ মিনিট একটি মুভি দেখার পর এর চার্জ ৭২% এ নেমে এসেছিলো; তবে সাধারণ ব্যবহারে অনায়াসেই ১ দিন চলে যায়।
Primo N3 Battery Saver Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
দামঃ
৬ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম প্রভৃতি ফিচারের Walton Primo N3 এর বর্তমান দাম মাত্র ৯৯৯০ টাকা!
Primo N3 Price Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
শেষ কথাঃ
১০-১১ হাজার টাকা বাজেটে যারা এইচডি গেম খেলা কিংবা মুভি দেখার জন্য বড় স্ক্রিনের ফোন কিনতে চান তাদের জন্য শীর্ষ পছন্দের ফোন হতে পারে ৬ ইঞ্চি ডিসপ্লের Walton Primo N3; সেইসাথে যারা মোবাইল দিয়েই করতে চান মনের মতো ফটোগ্রাফি তাদের নিকটও বেশ গ্রহণযোগ্যতা পেতে পারে BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার এই ফোন

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here