স্মার্ট গ্লাস আনছে অ্যামাজন

12
330

প্রথমবারের মতো পরিধানযোগ্য ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে অ্যামাজন। বুধবার ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এক জোড়া ‘স্মার্ট গ্লাস’ বানাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। দেখতে সাধারণ চশমার মতোই হবে ডিভাইসটি। বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ডিভাইসটির মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থানে অ্যামাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা ব্যবহার করতে পারবেন গ্রাহক।
অ্যালেক্সার ভয়েস শুনতে এতে অডিও সিস্টেম রাখা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। কানে হেডফোন না লাগিয়েই ব্যবহারকারী কথা শুনতে পাবেন বলে প্রতিবেদনে বলা হয়। এ ব্যাপারে জানতে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কয়েক বছর আগে প্রথম গুগল গ্লাস উন্মোচন করে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। জনপ্রিয়তা না পাওয়ায় আগের বছর এর উৎপাদন বন্ধ করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে নতুন করে এই গ্লাস হেডসেটটি উন্মোচন করেছে তারা।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here