ইন্টারনেটে ডোমেইন সংখ্যা কত?

25
369


ইন্টারনেটের দুনিয়ায় ডোমেইন নামের নিবন্ধন সংখ্যা বেড়ে ৩৩ কোটি ১৯ লাখে দাঁড়িয়েছে। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ, এপ্রিল থেকে জুন এ তিন মাসে প্রায় ১৩ লাখ ডোমেইন নাম নিবন্ধন হয়েছে। গতকাল শুক্রবার ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে। 

ভেরিসাইনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ডোমেইন নাম নিবন্ধনের হার দশমিক চার শতাংশ বাড়তে দেখা গেছে। এক বছরের হিসেবে এই বৃদ্ধির হার গিয়ে দুই দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে।
২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে ডোমেইন নামের ক্ষেত্রে ডটকম ও ডটনেট মিলিয়ে টপ-লেভেল ডোমেইনসের (টিএলডিএস) সংখ্যা ১৪ কোটি ৪৩ লাখে দাঁড়িয়েছে। গত এক বছরে এই দুই ডোমেইন নিবন্ধন হার দশমিক আট শতাংশ বেড়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ধরলে ডটকম ডোমেইন নিবন্ধন ১২ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ডটকম ও ডটনেট ডোমেইন নিবন্ধ হয়েছে ৯২ লাখ যা ২০১৬ সালের এপ্রিল থেকে জুন এ তিন মাসে ছিল ৮৬ লাখ। তথ্যসূত্র: আইএএনএস।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here