দেশের বাজারে আইলাইফের নতুন ল্যাপটপ

14
369

লাইসেন্স করা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা আইলাইফ ব্র্যান্ডের জেডএয়ার এইচ২ মডেলের নতুন ল্যাপটপ এনেছে সুরভী এন্টারপ্রাইজ। মাত্র ১৬.২ মিলিমিটার পাতলা ও ১৪ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটিতে লাইসেন্স করা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থাকায় উইন্ডোজের সব ফিচার স্বাচ্ছন্দ্যে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন হালনাগাদ সুবিধাও মিলবে।

গতকাল উত্তরা ক্লাবে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটির উন্মোচন করেন আইলাইফের কান্ট্রি ম্যানেজার মোহাম্মাদ নাছির উদ্দিন। এ সময় সুরভী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম, পরিচালন যাকের রিয়াদ, হেড অব বিজনেস আব্দুল কাইউম খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, তিন গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি সুবিধার ল্যাপটপটিতে সহজেই বাড়তি হার্ডডিস্ক যুক্ত করা সম্ভব। ওজনও বেশ কম, মাত্র ১.৪ কেজি। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ঘরে বসেই পিকাবু, দারাজ, আজকেরডিল ও কিকশা অনলাইন শপ থেকে ল্যাপটপটি কেনা যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২১ হাজার ৫০০ টাকা।

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here