এবার ‘স্নুজ’ বাটন আনছে ফেসবুক

23
408

যুক্তি নির্ভর এই যুগে সোশাল মিডিয়াগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।

তবে এতো অ্যাপ ও প্রতিযোগিতার মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা একটু হলেও কমতে শুরু করেছে। তাই নিজের অবস্থানটা আরও শক্ত করতে ফেসবুক এবার নিয়ে এলো ‘স্নুজ’ বাটন।

ফেসবুকের অনেক ব্যবহারকারী আছেন যারা জীবনের সব খুঁটিনাটি শেয়ার করে থাকেন যা কখনো কখনো অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এজন্যই ফেসবুক এবার আনতে চলেছে নতুন এই ‘স্নুজ’ বাটন। এই বাটনের মাধ্যমে আপনি কোনো ব্যাক্তি বা পেজে পোস্টকে ‘স্নুজ’ করে রাখতে পারবেন।

এ ব্যাপারে টেকক্রাঞ্চ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ইতিমধ্যেই নতুন এই ফিচারের টেস্টিং শুরু করে দিয়েছে। এবার আর আপনার বন্ধুর বিরক্তিকর ফেসবুক পোস্টের জন্য আপনাকে চিন্তা করতে হবে না।

জানা গেছে, নতুন এই ফিচারটি কিছুটা ‘আনফলো’-এর মতোই কিন্তু এই ক্ষেত্রে আপনি ঠিক করতে পারবেন কতক্ষন আপনি সেই ব্যাক্তি বা পেজের পোস্ট দেখতে চান না।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here