দুবাইয়ে উড়লো স্বচালিত উডুক্কু ট্যাক্সি

25
383

ড্রোনের মতো দেখতে বিশাল এই যানে রয়েছে দুটি আসন আর ১৮টি প্রপেলার। নয়টি ব্যাটারি দিয়ে চলা এই আকাশযান একবার চার্জে টানা আধা ঘণ্টা উড়তে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

এখনও পরীক্ষামূলক অবস্থায় থাকায় এই আকাশযানের কোনো নাম দেওয়া হয়নি। এই পরীক্ষা পাঁচ বছর ধরে চালানো হবে ও এতে চালক অন্তর্ভূক্ত করা হবে।

ভোলোকপ্টার-এর লক্ষ্য হচ্ছে একট স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের মতো হেলিকপ্টার সেবা দেওয়া।

যাত্রীদের যাতায়াতে ভোলোকপ্টারকে ভবিষ্যৎ হিসেবে দেখছে দুবাই।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here