মানবতা বিপর্যস্তঃ রোহিঙ্গাদের জন্য তোলা টাকার ভাগাভাগি নিয়ে জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

    22
    336

    মানুষের মনুষত্ত্ব বলে যখন আর কিছুই থাকে না। তখনই এমন কাজ কেউ করতে পারে। ছাত্রলীগ বলে কথা না। এটা ছাত্রদল, জামাত, শিবির বা যে কেউই করুক না কেন এ ধরণের কাজ মানবতার পরিপন্থি। ছাত্রলীগকে ঘৃণা করে কোনো লাভ নেই। যারা এমন কাজ করে তাদেরকে ঘৃণা করা উচিত। আর যারা এদের লালনপালন করে তাদেরকেও ঘৃণা করা উচিত। কোন দলকে কখনই ঘৃণা করা উচিত নয়।

    মিয়ানমার থেকে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য তোলা সাহায্যের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

    সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের বার্টেক্স ও মার্শাল নামের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় বার্টেক্স নামের ছাত্রলীগের একটি গ্রুপ শিক্ষার্থীদের থেকে রোহিঙ্গাদের সাহায্যের কথা বলে প্রায় দেড় লাখ টাকা উঠায়। ওই টাকা রোহিঙ্গাদের সাহায্যে না পাঠিয়ে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেয়ার পরিকল্পনা হয় বলে অভিযোগ ওঠে। গতকাল রবিবার মার্শাল গ্রুপের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করেন। পরে তাকে বার্টেক্স গ্রুপের ছেলেরা মারধর করেন। এরই সূত্র ধরে সোমবার দুপুর একটার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১২তম ব্যাচের নাঈম, আশিক, শুভ, শাকিল, মাহফুজসহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, ‘ক্যাম্পাসে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে। গুরুতর কোনো সংঘর্ষ হওয়ার আগেই প্রশাসন তাদের থামিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। আগামীকাল এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।’

    প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের গোপালগঞ্জের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত গ্রুপের নাম বার্টেক্স। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ময়মনসিংহের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত গ্রুপের নাম মার্শাল।

    (ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আইএইচ/জেবি)

    সংবাদটি শেয়ার করুন

    22 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here