চলুন জানি সেরা ১০টি ফাইটার জেট সম্পর্কে দেখি কার কেমন ক্ষমতা!!

12
332

সারা পৃথিবীর সেরা ১০টি ফাইটার জেট সম্পর্কে বা সেরা ১০টি যুদ্ধবিমান সম্পর্কে। এই বিমানগুলো নির্বাচন করা হয়েছে তাদের ক্ষমতা, উপযোগিতা ও অনন্য আরও অনেক বিষয়ের ওপর এখানে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো।
১০।  মিগ ৩৫ (রাশিয়ার মিকয়েন এর দ্বারা তৈরি) এটি ৪ ++ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী।
৯। এফ ১৬ ফাইটিং ফালকন (আমেরিকার জেনারেল ডাইনামিকস এর দ্বারা  তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক ফাইটার।
৮। জে এ এস ৩৯ গ্রীপন (সুইডেনের সাব গ্রুপ এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক লাইট কৌশল গত ফাইটার।
৭। দ্যাসল্ট রাফালে (ফ্রান্স দ্যাসল্ট এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী ডেল্টা ডানার কৌশল গত ফাইটার।
৬। ইউরো-ফাইটার টাইফুন  (ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এর দ্বারা সম্মিলিত তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী ডেল্টা ডানার কৌশল গত ফাইটার সেই সাথে আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী।
৫। এফ ৩৫ লাইটনিং ওও (আমেরিকার লকহিড মারটিন এর দ্বারা তৈরি)
এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক কৌশলগত ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম।
৪। এস ইউ-৩৫ (রাশিয়ার সুখই কোম্পানি এর দ্বারা তৈরি) এটি ৪ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী হেভি ফাইটার সেই সাথে আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী ও অত্যাধুনিক নাড়াচাড়া বা মুভেবল।
৩। চেংদু জে-২০ (চীনের চেংদু এর দ্বারা তৈরি) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারসনিক কৌশল গত কমব্যাট ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম।
২। পাক ফা-টি ৫০ (রাশিয়ার সুখই এর দ্বারা তৈরি) (ভারতের ও কিছু অংশ গ্রহন আছে) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারক্রুজ আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম ও অত্যাধুনিক নাড়াচাড়া বা মুভেবল।
১। এফ ২২ রাপটার (আমেরিকার লকহিড মারটিন এর দ্বারা তৈরি) এটি ৫ প্রজন্মের মাল্টি রোল বা বিভিন্ন কাজের উপযোগী সুপারক্রুজ আকাশে প্রাধান্য বিস্তারে উপযোগী সুপারসনিক কৌশল গত কমব্যাট ফাইটার যা স্টেলথ বা রাডার এড়াতে সক্ষম এবং পরীক্ষিত

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here