টুইটারে বাড়ছে অক্ষরসীমা

23
291

বর্তমানে টুইটারে টুইটের ক্ষেত্রে ১৪০ অক্ষরের বেশি লেখা যায় না। এই পরীক্ষার অংশ হিসেবে টুইটার কিছু ব্যবহারকারীর জন্য অক্ষরসীমা দ্বিগুণ করে ২৮০ করে দিয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কিছু ব্যবহারকারীর জন্য বর্তমান অক্ষরসীমা ‘হতাশার একটি বড় কারণ’। টুইটার পণ্য ব্যবস্থাপক আলিজা রোজেন বলেন, “একটি টুইটেই আপনার ভাবনা প্রকাশের চেষ্টা- আমরা সবাই এটি করেছি, আর এটি একটি যন্ত্রণা।” জাপানি, চীনা ও কোরীয় ছাড়া সব ভাষায় এই পরীক্ষা চালানো হচ্ছে বলে জানান তিনি। চীনা, জাপান ও কোরীয় ভাষায় কেন নয়? রোজেন-এর মতে, এই ভাষাগুলো একটি অক্ষর দিয়েই অনেক বেশি তথ্য প্রকাশ করে।

রোজেন বলেন, “আমরা বুঝতে পারছি আপনারা যেহেতু অনেক বছর ধরে টুইট করে আসছেন, ১৪০ অক্ষরের সঙ্গে আপনাদের আবেগের একটি সম্পর্ক রয়েছে, আমরা এটিও অনুভব করছি।”

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here