উইন্ডোজ ছেড়ে অ্যান্ড্রয়েড এ এসেছন বিল গেট্‌স

9
343

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস দীর্ঘদিন উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহার করেছেন। তবে এবার তিনি তার নিজের প্রতিষ্ঠানের সেই উইন্ডোজ ছেড়ে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার শুরু করেছেন।

সম্প্রতি ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, তিনি সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার শুরু করেছেন।

প্রযুক্তি বিশ্বে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাধারণত অ্যাপলের আইফোন ই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু ফক্স নিউজের ক্রিস ওয়ালেস কে দেওয়া সাক্ষাৎকারে গেটস জানান, তিনি উইন্ডোজ ভিত্তিক পিসি ব্যবহার করেন এবং সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার শুরু করেছেন।

তিনি অবশ্য এর পরেও পুরোপুরি গুগল নির্ভরশীল হয়ে যাননি। কেননা তিনি জানিয়েছেন, নতুন ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে অনেক মাইক্রোসফট সফটওয়্যার।

সম্প্রতি মাইক্রোসফট তাদের স্টোরে স্যামসাং এর গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস স্মার্টফোন বিক্রি করছে। এ থেকে ধারণা করা যায় তিনি এই সিরিজের ফোন ব্যবহার করে থাকতে পারেন।

বিল গেটসের মতো শীর্ষপর্যায়ের বহু ব্যক্তিই বর্তমানে আইফোন ব্যবহার করেন। তবে তবে বিল গেটস এর নেই কোনো আইফোন।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবেও গেটস হাসি দিয়ে বলেন, ‘নো আইফোন’।

সূত্র : সিএনএন

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here