পোস্ট পড়ুন, আর শুরু করুন Outsourcing

23
428

বিখ্যাত অনলাইন মার্কেটপ্লেস ফাইভার বর্তমানে আপওয়ার্কের চেয়েও বেশি জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এর সবচেয়ে বড় সুবিধা হল- এখানে বায়ার নয়, বড়ং ফ্রিল্যান্সাররা তাদের কাজ/সার্ভিস পোষ্ট করে, বায়াররা এসব অফার বা সার্ভিস কিনে নেয়।

ফাইভারের বহুমূখী সুবিধার ফ্রিল্যান্সারদের কাছে এটি বর্তমানে এক নম্বর নির্ভরযোগ্য অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসাবে পরিচিত।

>> ফাইভারে কাজ পেতে কি কি বিষয় দক্ষতা থাকতে হবে?
ফাইভারে মূলতঃ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এসইও, ফেসবুক-ইউটিউব মার্কেটিং, ডাটা এন্ট্রি সহ হাজারো প্রকারের কাজ রয়েছে। ফাইভারের ওয়েব সাইটে ভিজিট করলেই এর বাস্তবতা বুঝতে পারবেন।

উপরের বিভিন্ন কোর্সে দক্ষ হয়ে আপনিও ফাইভার থেকে উপার্জন করতে পারেন হ্যান্ডসাম $ডলার।

নিচের ভিডিওতে দেখুন– কিভাবে সহজেই ফাইভার থেকে ঘরে বসেই উপার্জন করা যায়

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here