মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ

11
348

মাইক্রোসফট অফিস বা এমএস অফিস সফটওয়্যারটির নতুন সংস্করণ শিগগিরই বাজারে ছাড়বে মাইক্রোসফট। অফিস ২০১৯ সংস্করণটি ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এ সফটওয়্যারটি পাওয়া যাবে। মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক অফিস স্যুট ‘অফিস ৩৬৫ ’-এর গ্রাহক ধীরে ধীরে বাড়ছে। সবাই অবশ্য ক্লাউডভিত্তিক সেবা চান না।

যারা অ্যাপ ও সেবা ক্লাউডে চান না, তাদের জন্য অফিস ২০১৯ সংস্করণটি আনবে মাইক্রোসফট। এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেস যুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট সম্মেলনে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস ২০১৯ সংস্করণে আরো তথ্যপ্রযুক্তি ফিচার, ব্যবহারযোগ্যতা বাড়াতে সার্ভার হালনাগাদ, কণ্ঠস্বর প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলো যুক্ত হয়েছে। এক্সেল ব্যবহারকারীর হালনাগাদ ফর্মুলা ও চার্ট, পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীরা অ্যানিমেশন ফিচার পাবেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন সফটওয়্যারের প্রিভিউ সংস্করণ পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

ক্লাউড প্রযুক্তির ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিলেও এ অফিস স্যুট ব্যবসায়ীদের কাজে লাগবে বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৫ সালে অফিস স্যুটটির সর্বশেষ বড় হালনাগাদ ‘এমএস অফিস ২০১৬’ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here