আসছে ‘ফেস রিকগনিশন’-মুখ দেখে এবার খুলবে ফেসবুক অ্যাকাউন্ট

9
364

প্রযুক্তিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে ‘ফেস রিকগনিশন’ ফিচারের ওপরে কাজ করছে ফেসবুক টিম। এই পদ্ধতি চালু হলে ভবিষ্যতে ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাবে।

ফেসবুক বলেছে, যারা খুব তাড়াতাড়ি ও সহজে অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির সময়ে ভেরিফাই করাতে চান তাদের জন্য নতুন পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে। যে ডিভাইসে আপনি লগ ইন করা রয়েছেন সেখানে এই সুবিধা পাওয়া যাবে।

ফেসবুক ব্যবহারকারীরা যাতে নিজেদের লক হওয়া অ্যাকাউন্ট খুলতে পারেন সে জন্য নানা ধরনের পদ্ধতি প্রয়োগ করে দেখা হচ্ছে। এই নতুন পদ্ধতি সামনে এলে ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

এর পাশাপাশি ভিডিও চ্যাট ডিভাইস দিয়ে ইউজারের মুখ যাচাইয়ের কথাও চলছে। তবে অনেকে ভয় পাচ্ছেন, এর মাধ্যমে সোশাল সাইটে গোপনে নজরদারি চলতে পারে। সেটা খতিয়ে দেখে তবেই এই নতুন ফিচার সামনে আনা হবে বলে জানা গিয়েছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here