রক্তদাতার সন্ধানে এবার এগিয়ে এলো ফেসবুক

25
353

রক্তের সন্ধানে সাধারণ মানুষ আগে ছোটে ব্লাড ব্যাংকগুলোতে৷ তবে এখন থেকে ব্লাড ব্যাংকে যাওয়ার পথে ফেসবুকেও রক্ত চেয়ে একটি পোষ্ট ছেড়ে দিন৷ আর খোঁজ পেয়ে যান রক্তদাতার৷

জরুরি অবস্থায় যাতে সময়মতো ও জীবাণুমুক্ত রক্তের সন্ধান পাওয়ার ক্ষেত্রে অভিনব উদ্যোগ নিলেন মার্ক জুকেরবার্গ৷ এই কারণে নতুন ফিচার আনতে চলেছে ফেসবুক৷  তবে শুধুমাত্র ভারতেই এই ফিচার চালু করা হয়েছে। গত ১লা অক্টোবর থেকে চালু হয়েছে এই ফিচার৷ সেদিন ছিল ভারতের জাতীয় রক্তদান দিবস৷ তাই নতুন ফিচারের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছে ফেসবুক৷ ফিচারটি চালু হওয়াতে ভারতের ২৪ কোটি ভারতীয় ফেসবুক ইউসার উপকৃত হবেন৷

জানা গেছে, ফিচারটা চালুর পর ইউজারদের কাছে একটি এসএমএস পাঠিয়ে তাদের নাম ডোনারের জন্য নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে৷ এই তথ্যটি তারা চাইলে গোপন রাখতে পারেন অথবা শেয়ার করতে পারেন৷ যাদের যখন রক্তের প্রয়োজন হবে তারা পোষ্ট করে ডোনারদের কাছে সাহায্য চাইতে পারবেন৷

এরপর প্রয়োজনের সময় ফেসবুক থেকে সবার কাছে সাহায্য চেয়ে রিমাইন্ডার দেওয়া হবে৷ যারা সাহায্য চাইবেন এবং যারা সাহায্য করতে আগ্রহী হবেন উভয়পক্ষই মাথার ঘাম পায়ে না ফেলেই খুব সহজে সাড়া পেয়ে যাবেন৷

ফি্চারটির প্রয়োজনীয়তা নিয়ে মার্ক জাকারবার্গ ফেসবুকে একটি পোষ্ট করেন৷ তাতে তিনি লেখেন, প্রত্যেক সপ্তাহে ফেসবুকে রক্তের জন্য ডোনার চেয়ে হাজার হাজার পোষ্ট পড়ে৷ অনেক দেশের মতো ভারতেও মাঝে মধ্যে ডোনারের ঘাটতি দেখা যায়৷ এই ফিচার চালু হলে নিঃসন্দেহে অনেকে উপকৃত হবেন৷

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here