সেপ্টেম্বরে এক কোটি ফোন বিক্রি করেছে শাওমি

3
317

সেপ্টেম্বর মাসে এক কোটি ইউনিট ফোন বিক্রির মাইলফলক স্পর্শ করেছে চীনের প্রযুক্তি পণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।

সামাজিক যোগাযোগ মাধ‍্যম উইবোতে এক পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেই জুন বিষয়টি সম্পর্কে তুলে ধরেন।

তিনি জানান, প্রথমবারের মত এক মাসে শাওমি এক কোটি ইউনিট ফোন বিক্রি করেছে। যা প্রতিষ্ঠানটির জন্য বড় একটি অর্জন। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে শাওমি মোট ২ কোটি ৩২ লাখ ইউনিট ফোন বিক্রি করেছে। ফলে বর্তমানে সারা বিশ্বে স্মার্টফোনের বাজারে পঞ্চম অবস্থানে রয়েছে শাওমি।

ভারতের বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে শাওমি। দেশটিতে সেপ্টেম্বর মাসে শাওমির মোট  ১০ শতাংশ ডিভাইস বিক্রি করেছে। যা প্রতিষ্ঠানটিকে এই মাইলফলকে পৌঁছে সাহায‍্য করেছে। সেপ্টেম্বর মাসে দেশটিতে উৎসব মৌসুম উপলক্ষে ডিভাইস বিক্রিতে রেকর্ড গড়েছিলো শাওমি। দুদিনে তারা ভারতের বাজারে ১০ লাখের বেশি স্মার্টফোন বিক্রি করেছে।

সাশ্রয়ী দামে অধিক কনফিগারেশনের ডিভাইস উন্মোচনের খ‍্যাতি রয়েছে শাওমি। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারুণ জনপ্রিয় শাওমির স্মার্টফোন।

উল্লেখ‍্য ২০১৫ সালে ৭ কোটি এবং ২০১৬ সালে ৫ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছিলো শাওমি।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here