কম্পিউটার থেকে মোবাইলে ফাইল পাঠানোর নতুন অ্যাপ

9
295

অনেক সময় কম্পিউটার থেকে মোবাইল ফোনে ফাইল আদান প্রদানের প্রয়োজন হয়। তখন ডেটা ক্যাবল নিয়ে মোবাইলকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয়। চাইলে অবশ্য তারের কোনো ঝামেলা ছাড়াই ফাইল আদান-প্রদানের কাজটি করে নেওয়া যাবে।

এ কাজ করতে ডিভাইসে শুধু ইন্সটল থাকতে হবে ডোকটু নামের একটি অ্যাপ্লিকেশন। চমৎকার এ অ্যাপ প্রায় সব প্লাটফর্মেই কাজ করবে।  ফলে সহজেই ফাইল আদান-প্রদান করা যাবে তারের ব্যবহার ছাড়াই।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. অ্যাপটির মাধ্যমে কোনো তার ছাড়াই উইন্ডোজ, ম্যাক, আইওএস এমন কি লিনাক্স ওএস চালিত ডিভাইসে ফাইল আদান প্রদান করা যাবে।

২. এটি ব্যবহার করতে আলাদাভাবে ফোনের কোনো সেটিং অপশনে যেতে হবে না। শুধু মাত্র অ্যাপটি ওপেন করেই ফাইল পাঠানো যাবে কয়েক ক্লিকে। আর কেউ ফাইল পাঠালে তা গ্রহণ করতে অনুমতি দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ফাইল চলে আসবে।

৩. অ্যাপটির ইউজার ইন্টারফেস বেশ সুন্দর ও সহজেই ব্যবহার করা যাবে। চাইলে অ্যাপের সেটিং থেকে পছন্দমত রঙ নির্বাচন করা যাবে।

৪. এটি ব্যবহার করে আসা ফাইলগুলো ডিভাইসের কোন ফোল্ডারে সংরক্ষণ হবে তা নির্ধারণ করে দেওয়া যাবে।

৫. বিনামূল্যে হলেও বিজ্ঞাপনজনিত ঝামেলা নেই এতে।

৬. এটি ব্যবহার করতে অবশ্য লোকাল ইন্টারনেটে ডিভাইসগুলো সংযুক্ত থাকতে হবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ঠিকানা, আইওএস ব্যবহারকারীরা এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন বিনামূল্যে।

এ ছাড়া ম্যাকবুক ও উইন্ডোজ ব্যবহারকারীরাও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here