বাজারে আসছে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ

12
374

আগামী বছরেই বাজারে আসছে ‘মাইক্রোসফট অফিস বা এমএস অফিস’-এর নতুন সংস্করণ। নতুন এই সংস্করণের নাম ‘অফিস-২০১৯’।

‘অফিস-২০১৯’ বাজারে ছাড়ার ঘোষণাও করে দিয়েছে মাইক্রোসফট।

বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে ২০১৮ সালের মাঝামাঝি সময়েই সফটওয়্যারটি বাজারে পাওয়া যেতে পারে। মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ হিসেবে মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেসসহ আরো কিছু ফিচার যুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট সম্মেলনে দেওয়া এই ঘোষণায় মাইক্রোসফট কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অফিস-২০১৯ সংস্করণে তথ্যপ্রযুক্তি ফিচার, ব্যবহারযোগ্যতা বাড়াতে সার্ভার হালনাগাদ, কণ্ঠস্বর প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে।

অফিস ২০১৯-এ থাকছে এক্সেল ব্যবহারকারীদের জন্য নতুন ফর্মুলা ও নতুন চার্ট সিস্টেম। পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন অ্যানিমেশন ফিচার। যারা মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক ফিচার ব্যবহার করতে চান না তাদের জন্যই মাইক্রোসফট নিয়ে আসছে অফিস-২০১৯ সংস্করণটি।

সূত্র: কলকাতা।

ধন্যবাদ,itdoctor24.com এর সাথেই থাকুন।

Visit for Learn…

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here