দ্রুত গুলি করার ভিডিও টিউটোরিয়াল সরালো ইউটিউব

7
306

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লাস ভেগাস শুটিংয়ের পর বন্দুকে বাম্প স্টক ব্যবহার করে দ্রুত গুলি করার ভিডিও টিউটোরিয়াল সরিয়ে ফেলেছে ইউটিউব।

মূলত আধা স্বয়ংক্রিয় পদ্ধতির চেয়ে দ্রুততম সময়ে অধিক সংখ্যক বার গুলি করার ডিভাইসই বাম্প স্টক নামে পরিচিত।

১ অক্টোবর মান্দালে বে হোটেলের ৩২ তলার জানালা থেকে মিউজিক ফেস্টিভ্যালে আসা দর্শকদের ওপরে গুলি চালান ঘাতক স্টিভেন প্যাডক।

তবে লাস ভেগাসের ঘটনায় বাম্প স্টক ব্যবহারের কথা জানাজানি হওয়ার পর থেকেই বন্দুক বিশেষজ্ঞরা অনলাইনে বাম্প স্টকের ভিডিও সরানোর দাবি তোলে।

দেশটিতে বন্দুকের অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত ডিভাইসটির মূল্য ১০০ ডলার। তবে লাস ভেগাসের ওই ঘটনার পর বিক্রি বেড়ে গেছে।

কারণ বন্দুক প্রেমীদের ধারণা শীঘ্রই যুক্তরাষ্ট্রে বাষ্প স্টকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here