অ্যাপলের কাঁটা হয়ে দাঁড়ালো- ফেইস আইডি

10
355

অ্যাপলের আইফোন ১০ শীঘ্রই বাজারে আসার কথা। কিন্তু ম্যাকরিউমারের দেওয়া তথ্য মতে, বাজারে আসলেও তা খুব স্বল্প সময়ই বাজারে স্থায়ী হতে পারবে।

টেক জায়ান্ট অ্যাপলের ইচ্ছা ছিলো চলতি বছরেই পর পর তিনটি ফোন (আইফোন ৮, ৮ প্লাস ও ১০) বাজারে ছাড়া হবে।

কিন্তু অ্যাপল বিশেষজ্ঞ মিং চিং কো জানিয়েছেন, ২০১৮ সালের আগে অ্যাপল তার সুপার সাইকেলের কোটা পূরণ করতে পারবে না।

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নিরাপত্তার জন্য আইফোন ১০ এ ফিঙ্গারপ্রিন্ট সরিয়ে অ্যাপল ফেইস আইডি ফিচারটি যুক্ত করেছে। তবে আইফোনের ফেশিয়াল রিকগনিশন সিস্টেমের জন্য যে ট্রু ডেপথ ক্যামেরার প্রয়োজন তার উৎপাদন নিয়ে ঝামেলায় পড়েছে অ্যাপল।

তাই আগের আইফোন বিক্রির রেকর্ড ভাঙ্গা তো দূরের কথা নিজেদের লক্ষ্য মাত্রা অনুযায়ী ফোনটি বাজারেই ছাড়তে পারবে না অ্যাপল বলে জানিয়েছেন মিং।

এর আগে অ্যাপলের আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি হয়েছিলো ১৩ মিলিয়ন ইউনিট। কিন্তু আইফোন ১০ এর ক্ষেত্রে জানুয়ারি মাসের আগে ২-৪ মিলিয়ন ইউনিটের বেশি সংখ্যক ফোন বাজারে ছাড়া সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here