Nokia-5 কেও হার মানাবে Symphony Z10

26
1359

ফুল ভিশন ডিসপ্লে  প্রযুক্তির ফোন বাজারে আনতে যাচ্ছে সিম্ফনি মোবাইল। তাদের আনা নতুন মডেলের ফোনটির নাম সিম্ফোনি জেড১০।

রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিম্ফোনি কর্তৃপক্ষ তাদের নতুন ফোনটির উন্মোচন করে।

অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম ন্যুগাট ৭.১.২ চালিত ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে।

এর উপরে আছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে প্যানেল। রেজ্যুলেশন এইচডি প্লাস বা ১৪৪০*৭২০পিক্সেল।

ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৪২৫ অক্টাকোর ১.৪ গিগাহার্জ প্রসেসর, ৩ জিবি র‍্যাম ও ৩২ ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ডের মাধ্যমে যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এত আরও থাকছে ফ্ল্যাশ যুক্ত ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই যুক্ত করা হয়েছে পোর্ট্রেট মোড সুবিধা।

সিম্ফোনি জেড১০ ফোনটি গ্রে ও ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯০ টাকা। সঙ্গে থাকছে ১৩০০ টাকার ফ্রি রবি বান্ডেল অফার।

ফোনটি উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর মাকসুদূর রহমান, ডিরেক্টর অব মারকেটিং, আশরাফুল হক, ডেপুটি ডিরেক্টর, সেলস, ইরফানুল হক।

রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, ডিভাইস এন্ড ডাটা বিজনেস, কেভিন হেনরী।

এক নজরে ফোনটি সম্পর্কে জেনে নিন…

Software
OS
Android N OS 7.1.2
Hardware
Design
screen
5.7″ Full Vision HD+ IPS 2.5D 720 x 1440 pixels (~308ppi pixel density)
dimension
151.6 X 73.3 X 8.7mm
weight
159.6 gm
Memory
expandable
128 GB
RAM
3 GB
ROM
32 GB
Processor
number of cores
4 core
CPU
Cortex-A53 1.4GHz, 64-bit
GPU
Qualcomm Adreno 308
Camera
primary
13 MP AF PDAF
secondary
16 MP AF
Battery
capacity
2900mAh Li-Polymer
Connectivity
Wi-Fi
802.11 b/g/n
USB
microUSB v2.0, USB Modem, USB OTG
bluetooth
v4.1
Audio
radio
FM radio
Others
sensors
Geomagnetic Sensor, Fingerprint, G-Sensor, Proximity Sensor, Light Sensor, Accelerometer Sensor
 Price 15990 BDT/-
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here