ফেইসবুক নিয়ে আসছে ‘থ্রিডি পোস্ট’

10
346

অকুলাসের বার্ষিক সম্মেলনে নতুন ভিআর সেট উন্মোচনের পাশাপাশি নিউজ ফিডে থ্রিডি পোস্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে ফেইসবুক।

ডেভেলপাররা থ্রিডির বিষয়বস্তু অকুলাস মিডিয়াম কিংবা ফেইসবুক স্পেস অ্যাপেই তৈরি করতে পারবেন।

যেমন কেউ যদি থ্রিডি ভ্যানের ছবি পোস্ট করে তাহলে বন্ধু তালিকায় থাকা সকলেই ফোন এদিক সেদিক করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভ্যানটি দেখতে পারবেন। ভ্যানের দরজাও খুলতে বা লাগাতে পারবেন।

শীঘ্রই ফেইসবুক ক্যামেরা দিয়ে অগমেন্টেড রিয়েলিটি অবজেক্ট রেকর্ড করে তা ফেইসবুক স্পেসে শেয়ার করা যাবে। নিউজ ফিডেও এসব রেকর্ড শেয়ার করা যাবে।

এতে ভিআরের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে খেলা যাবে। ফেইসবুক স্পেসেও একাধিক ফিচার যুক্ত করা হয়েছে।

ভবিষ্যতে থ্রিডি স্পেসের ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটি থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে লাইভ ভিডিও তৈরি করে তা শেয়ার করতে পারবেন। তবে নিউজ ফিডে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে লাইভ ভিডিওটি শেয়ার করা যাবে না।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here