ফেসবুক এর নতুন চমক ! ফেসবুক থেকেই অর্ডার করতে পারবেন পছন্দের খাবার

0
545

স্মার্টফোন অ্যাপের দৌলতে প্রায় সমস্ত পৃথিবীই এখন আমাদের হাতের মুঠোয়। এই অ্যাপের মাধ্যমেই আপনি জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারছেন।

আপনি শুধু অর্ডার করবেন। আপনার পছন্দের জায়গায় আপনার পছন্দের জিনিস ঠিক সময় মতো পৌঁছে যাবে।

ক্ষুধা পেলে আমরা প্রায়ই বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে থাকি ইদানিং। এবার খাবার অর্ডার করা আরও সহজ হয়ে গেল। এবার আর আলাদা করে কোনও অ্যাপের প্রয়োজন নেই। এখন ক্ষুধা পেলেই ফেসবুকে খাবার অর্ডার করুন।

ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে ফেসবুক। গত এক বছর ধরে আমেরিকায় খাবার অর্ডার করার ফিচারটি টেস্ট করছে ফেসবুক। ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফিচারটি উপভোগ করছেন।

আর তাই এবার এই ফিচারটিকে আরও বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে দিতে চায় ফেসবুক।

কিন্তু কীভাবে ফেসবুকে খাবার অর্ডার করবেন। ফেসবুকের ‘order food’ সেকশনে গিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের কাছাকাছি রেস্তোরাঁর খোঁজ করুন। সেখানে ‘explore’ অপশনে গিয়ে মেনু দেখে খাবার পছন্দ করুন। আর ‘start order’ অপশনে ক্লিক করে পছন্দের খাবার অর্ডার করে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here