অনলাইন ফটো কন্টেস্টের অষ্টম রাউন্ডের বিজয়ী মোঃ সাকিব গাজী

10
450
shakib gazi
shakib gazi

আইটি ডক্টর টুয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি  মোঃ সাকিব গাজী কে । আমাদের কন্টেস্টে অংশগ্রহন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

shakib gazi
shakib gazi

মোট ভোটঃ ৯

১। মোঃ সাকিব গাজী-৭ ভোট

২। আকাশ – ২ভোট

ধন্যবাদ জানাচ্ছি, আমাদের রানার্স আপ প্রার্থী  আকাশ কে  । কারণ ও না থাকলে হয়ত কন্টেস্ট এতটা জমজমাট হত না। কন্টেস্ট মানেই একজনকে জিততে হয় আরেকজনকে হারতে হয়। তাই এতে মন খারাপ করার কিছু নেই। তবে দুজনই  ভোট পেয়েছো।

যারা অংশগ্রহণ করেছে আমাদের কন্টেস্টের ৮ম রাউন্ডেঃ 

akash vs shakib gazi
akash vs shakib gazi
shakib gazi
shakib gazi
akash
akash

অংশগ্রহণ করুন কন্টেস্টে আর জিতে নিন পুরষ্কার ।

কি থাকছে পুরষ্কার হিসেবে? 

—————-sponsored by sigmatechbd.com—————-
১। প্রতিদিন দুইজন অংশগ্রহণকারীর বিজয়ী পাবে প্রাথমিকভাবে নগদ ৮০টাকা ফ্লেক্সিলোড।আর পরাজিত প্রার্থী গিফট হিসেবে পাবে ২০টাকা মোবাইল রিচার্জ । (পরে আরও বাড়ানো হতে পারে। সেটার বাড়ানো কমানোর দায়িত্ব একমাত্র আইটিডক্টর টুয়েন্টি ফোর ডট কম বহন করবে। )

২। এছাড়াও দুজন প্রার্থীর ছবি গুগলে ইনডেক্স করে দেয়া হবে। মানে গুগলে তাদের নাম লিখে সার্চ করলেই তাদের ছবি দেখতে পাবে।

৩। আজীবনের জন্য তার ছবি আমাদের ওয়েবসাইটে সেভ হয়ে থাকবে । আর যদি কেউ চায় তার ছবি ডিলিট করে দেয়া হোক তাহলে সেটাও করা যাবে।
৪। আর যারা আমাদের কন্টেস্টে ভোট দিবে এবং আমাদের এই লেখাগুলো কপি করে শেয়ার করবে করবে তাদেরকে দেয়া হবে ১০০ ফলোয়ার। প্রতিদিন ভোট দিয়ে আমাদের এই লেখাগুলো কপি করে শেয়ার করলে প্রতিদিনই ১০০ করে ফলোয়ার দেয়া হবে। আর ফলোয়ার পেতে হলে আমাদের গ্রুপের যেকোনো পোস্টে আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে আপনার ফলোয়ার দরকার । 
আর কন্টেস্টের জন্য প্রথমেই আপনাকে আমাদের নিচের এই লিংকে ক্লিক করে আমাদের ফটো কন্টেস্টের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে।
https://www.facebook.com/groups/321796868295392/?ref=bookmarks

——- http://itdoctor24.com/online-photo-contest/ —–
বাংলাদেশে আমরাই প্রথম এমন একটি কন্টেস্টের আয়োজন করেছি। তাই অবশ্যই লাইক,কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আশা করি…

অনলাইন ফটো কন্টেস্টের ৭ম রাউন্ডের বিজয়ী মিনহাজ ইবনে আলিম

Online photo contest

 

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here