ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিলেই আপনার ছবিসহ রিপ্লাই দেখাবে

8
718

আস সালামু আলাইকুম, ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিলেই ছবি কিভাবে দেখায় সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল ফেসবুকে। তাই ভাবলাম আজ পোস্ট টা করেই ফেলি। তো আর দেরি করার ইচ্ছা নাই। আপনাদের এবং আমার উভয়েরই সময়ের অনেক মূল্য আছে তাই না? তাই অযথা রচনা লিখে সময় নষ্ট করতে চাই না।

আসলে এটা খুবই সহজ একটা কাজ। আর এখনও যারা বুঝেন নি টাইটেলে কি বলেছি তাহলে নিচের স্ক্রিনশট টি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন।

আচ্চা, এইটা কিভাবে সম্ভব চলুন একটু দেখে নিই। প্রথমেই আপনি আপনার ফেসবুক সেটিং এ যাবেন। এরপর public post এ চাপ দিবেন।

বিঃ দ্রঃ ফেসবুকে আপনার বয়স ১৮না হলে কিন্তু public post অপশন টা পাবেন না

পাবলিক পোস্টে চাপ দেয়ার পর। who can follow me এটা public করে দিন। এরপর public post comment এটাও public করে দিন। এরপর দেখবেন comment ranking নামে নতুন একটা অপশন যোগ হয়েছে। এটা On করে দিন।

তাহলেই খেলা শেষ। মানে আপনি রিপ্লাই দিলে রিপ্লাই এর পাশে আপনার ছবি দেখাবে…

শুধুই কি খেলা শেষ? আমারও সময় শেষ। খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাবো। তাই আজকের মত এই পর্যন্তই। যদি ভাল লেগে থাকে আমার এই পোস্ট তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। একটা ভাল জিনিস শেয়ার করলে এক সময় সে আপনার নাম নিবে। তাই অবশ্যই সব সময় ভাল জিনিস শেয়ার করার চেষ্টা করুন।

আজকের মত বিদায়। ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।

আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি 

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here