বাজারে এসেছে স্যামসাং এর নতুন ৩৬০ রাউন্ড ক্যামেরা

8
357

স্যামসাং কোম্পানি ৩৬০ রাউন্ড নামে নতুন একটি ক্যামেরা উন্মুক্ত করেছে। যার কাজ হচ্ছে ৩৬০ ডিগ্রি যেকোনো অ্যাঙ্গেল থেকেই ছবি তোলা। আর এই ক্যামেরার দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫০০ মার্কিন ডলার।

৩৬০ রাউন্ড ক্যামেরা ৩ডি ভিডিও এবং অডিও লাইভ স্ট্রিমিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে ভিআর কনটেন্ট তৈরি করা যাবে এই ক্যামেরায়। নতুন এই ক্যামেরা নিয়ে ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি ‘প্রোজেক্ট বিয়োন্ড’ নামে কাজ করে আসছে। ক্যামেরাটিতে রয়েছে আইপি ৬৫ রেটিং যা পানি এবং ধুলাবালি রোধী। বিশাল আকারের এই ক্যামেরার অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে-

  •  ২ মেগাপিক্সেলের ১৭টি ক্যামেরা
  • মাইক্রোফোন: ৬টি ইন্টারনাল পোর্ট এবং ২টি এক্সটারনাল পোর্ট
  • ভিডিও রেজোলিউশন: ৩০এফপিএস পার লেন্সে ৪০৯৬*২০৪৮ রেজোলিউশন
  • মেমোরি: ১০জিবি (এলপিডিডিআর৩); ৪০জিবি (ইএমএমসি)
  •  এক্সটারনাল মেমোরি: ২৫৬ জিবি (অথবা এসএসডি তে ২ টেরাবাইট পর্যন্ত)
  • ইউএসবি-সি কানেক্টর পোর্ট

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here