বাজারে ফিরছে অ্যাপলের ম্যাক মিনি

8
334

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তার কমপ্যাক্ট কম্পিউটার ম্যাক মিনি বাজারে ফিরিয়ে আনতে যাচ্ছে। আর ফিরিয়ে আনার বিষয়টি এক ইমেইল বার্তায় নিশ্চিত করেছেন অ্যাপল প্রধান টিম কুক।

অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পথ অনুসরণ করেই টিম কুক ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সেই প্রশ্ন উত্তর পর্বে এক অ্যাপল ভক্ত তাকে ইমেইলে জানান, ম্যাক মিনি তার খুব পছন্দের একটি কম্পিউটার। তবে তিন বছর ধরে এই কম্পিউটারের কোনো আপডেট আনা হয়নি। ভবিষ্যতে এটা বাজারে আসার সম্ভাবনা আছে কিনা তা নিয়েও টিম কুককে প্রশ্ন করেন ওই ভক্ত।

তার প্রশ্নের উত্তরে টিম কুক জানান, আমাদের ক্রেতারা নানাবিধ উপায়ে ম্যাক মিনি ব্যবহারের উপায় খুঁজে নিয়েছেন। এখনও এবিষয়ে বিস্তারিতভাবে কিছু বলার সময় আসেনি। তবে আমরা ম্যাক মিনি নিয়েও পরিকল্পনা করছি। আগামীতে অন্যান্য পণ্যের সঙ্গে ম্যাক মিনিও বাজারে আসবে।

বর্তমানে ম্যাক মিনির দাম ৪৯৯ ডলার (৩৯,৯২০ টাকা)।

তবে এর সঙ্গে মাউস, কিবোর্ড ও মনিটর আলাদাভাবে কিনতে হবে। আগামী ডিসেম্বরে আসছে আইম্যাক প্রো। ২০১৮ সালের কোনো এক সময় বাজারে ছাড়া হবে ম্যাক প্রো।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here