তারহীন চার্জিং প্রযুক্তি প্রতিষ্ঠান কিনছে অ্যাপল

3
341

ভবিষ্যতে স্মার্টফোনে চার্জ দিতে তারের ব্যবহার বন্ধ হবে। আসবে তারহীন প্রযুক্তির চার্জিং সেবা। এ লক্ষ্যেই পাওয়ার বাই প্রক্সি নামের নিউজিল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

অবশ্য এ প্রতিষ্ঠান কিনতে খরচ হওয়া অর্থের পরিমাণ প্রকাশ করেনি অ্যাপল।
২০০৭ সালে ফ্যাডি মিশরিকি নামের একজন উদ্যোক্তা পাওয়ার বাই প্রক্সি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ছোট আকারের কিউআই স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্ট মডিউল তৈরি করে, যাতে বড় আকারের ডিভাইস, যেমন: রোবট, ড্রোন, চিকিৎসার যন্ত্রপাতিতে তারহীন উপায়ে চার্জ দেওয়া যায়।
নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানটি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ড্যান রিসিও বলেছেন, ওয়্যারলেস ভবিষ্যৎ তৈরিতে অ্যাপলের সঙ্গে পাওয়ার বাই প্রক্সির টিম যুক্ত হবে।
গত সেপ্টেম্বর মাসে আইফোন ৮, টেন ও অ্যাপল ওয়াচ সিরিজ ৩ ঘোষণার মাধ্যমে ওয়্যারলেস চার্জিংয়ে গুরুত্ব দিয়েছে। আগামী বছর চার্জিং ম্যাট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তারা। এটিকে বলা হবে এয়ার পাওয়ার। এ চার্জিং ম্যাট দিয়ে আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপড চার্জ দেওয়া যাবে।
অবশ্য পাওয়ার বাই প্রক্সি কীভাবে অ্যাপলকে সাহায্য করবে, সেটি এখনো পরিষ্কারভাবে জানায়নি প্রতিষ্ঠানটি।
অ্যাপলের অধীনে যাওয়ার পর পাওয়ার বাই প্রক্সির উদ্যোক্তা মিশরিকি বলেন, ‘অ্যাপলে যুক্ত হতে পেরে আমি ও আমার টিম রোমাঞ্চিত।’

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here