রেল লাইন ছাড়াই ছুটবে ট্রেন!

26
408

২০১৮ সাল থেকে রেল লাইন ছাড়াই চলবে ট্রেন। চীনে জোঝৌ প্রদেশে রেল লাইন ছাড়াই বিশ্বের প্রথম এ ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে।

২০১৩ সালে প্রথমবারের মতো রেল লাইন ছাড়াই ট্রেন- এ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে চীন। সেটি বাস্তবে রূপ নেয় ২০১৭ এর জুনে। ওই মাসের ২ তারিখে প্রথমবারের মতো ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়।

পরিবেশবান্ধব ট্রেনটিতে সর্বোচ্চ ৩০৭ জন যাত্রী উঠতে পারবে।  ট্রেনটি চলবে রাবারের চাকার সাহায্যে। চাকার মাঝখানের অংশটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের মাধ্যমে। রাস্তায় যানজট কমাতে এ পদক্ষেপ নিয়েছে চীন। এ ট্রেনটি কোনো মেরামত ছাড়াই একনাগাড়ে ২৫ বছর ধরে চলবে।

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here