বিশ্বে প্রথমবারের মতো রোবটকে ‘নাগরিকত্ব’ দিল এই আরব দেশ!

10
360

মানুষ নয়, এবার রোবটকে দেওয়া হল নাগরিকত্ব। আর বিশ্বে প্রথমবারের মতো ঘটলো এ ঘটনা।

নাগরিকত্ব প্রাপ্ত ওই রোবটের নাম সোফিয়া দ্য হিউম্যানয়েড। ওই রোবটটি দেখতে অনেকটাই মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মত। আর নাগরিকত্বদানকারী দেশের নাম সৌদি আরব।

অবাক করার বিষয় হচ্ছে,একটি সাক্ষাৎকারও দিয়েছে সোফিয়া নামের ওই রোবট। তাতে সে বলেছে, পৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত।

সোফিয়া বলেছে, সে মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চায়। তাদের বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চায়। তা ছাড়া মানুষের জীবনযাত্রার উন্নয়নেও সে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চায়। রোবটের কি নিজের সম্পর্কে ধ্যানধারণা আছে? সোফিয়ার প্রশ্নের মাধ্যমে প্রত্যুত্তর, আপনি যে মানুষ কী করে জানলেন!

সোফিয়ার নির্মাতা হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স।

এদের কাজ মানুষের মত দেখতে রোবট তৈরি। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকী রেগে তাকাতে পারে, চাইতে পারে হাসিমুখেও।

যদিও এভাবে রোবটকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, সৌদি আরব যদি রোবটকে নাগরিকত্ব দিতে পারে, তাহলে ঘরছাড়া রোহিঙ্গা মুসলিমরা কী দোষ করল!

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here