হেডফোনের জোর বাড়াতে অবিকল্প ফিও এ১

20
375

গান শোনার জন্য ফোনে ভালো সাউন্ড চাই। দাবিটি সবার হলেও আদতে ফোন কোম্পানিগুলো বিষয়টিতে সেভাবে নজর দিচ্ছে কিনা সেটাও ভেবে দেখার রয়েছে।

নির্মাতারা যেখানে মাঝারি মূল্যের ফোনের ডিসপ্লে, ক্যামেরা বা র‌্যামের দিকে প্রচুর নজর দেওয়া শুরু করেছে, সেখানে সাউন্ডের দিকে অনেকের খেয়ালই নেই।

এর মধ্যে অবশ্য ব্যতিক্রম এলজি। সম্প্রতি টেক জায়ান্টটি তাদের ফোনে চারটি ড্যাক ও অ্যাম্প যুক্ত করে সবার মন জয় করে নিয়েছে। এটাও শুধু ফ্ল্যাগশিপ ফোনের জন্যই।

সমস্যাটি কাটিয়ে উঠতেই চীনা নির্মাতা ফিও স্বল্প মূল্যে হেডফোন অ্যাম্প তৈরি শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে ছোট ও স্বল্প বাজেটের মডেলটির খুঁটিনাটি দেখা যাক এ রিভিউতে।

এক নজরে ফিও এ১

  • অ্যালুমিনিয়াম বডি
  • ৩.৫ মিলিমিটার ইনপুট ও আউটপুট
  • তিনটি ব্যাস বাড়ানোর সেটিংস ও একটি শুধু সাউন্ড বাড়ানোর সেটিং
  • টানা ১০ থেকে ১২ ঘণ্টা ব্যাকআপ দেওয়ার মত ব্যাটারি
  • ২৪-বিট ৯৬ কিলোহার্জ হাই-ফাই সাউন্ড ইনপুট ও আউটপুট
  • অ্যাম্প থেকেই ভলিউম নিয়ন্ত্রণ
  • চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট

অ্যাম্পটির ব্যবহার খুবই সহজ। ফোনে বা পিসির হেডফোন জ্যাক থেকে অ্যাম্পের ইনপুটের সঙ্গে থাকা ক্যাবল দিয়ে সংযোগ দিয়ে অ্যাম্পের জ্যাকে হেডফোন লাগালেই হবে। এর পর পিসিতে বা ফোনে ৮০ শতাংশ ভলিউম রেখে অ্যাম্প অন করে প্রয়োজন অনুযায়ী এর থেকেই ভলিউম ঠিক করে নিতে হবে। মূলত ইনপুট ডিভাইসের ভলিউম ৮০ শতাংশের অধিক দেওয়া উচিত নয়।

ফোনের চাইতেও ল্যাপটপের সঙ্গে এর প্রয়োজনীয়তা বেশি অনুভব করা গেছে। কেননা বেশিরভাগ ল্যাপটপই সাউন্ড কোয়ালিটির দিকে একেবারেই মনযোগী নয়।

খারাপ দিকগুলো

ফিও এ১ শুধু অ্যাম্প, এটি নিজে সাউন্ড কার্ড নয়। যার অর্থ, ইনপুট সাউন্ডের মান খুব খারাপ হলে এটি তেমন সাহায্য করতে পারবে না। সেক্ষেত্রে ড্যাকসহ অ্যাম্প কেনা উচিত। তবে আজকাল বেশিরভাগ ফোন খুব ভালো মানের সাউন্ড আউটপুট করতে সক্ষম, শুধু অভাব ভলিউমের, এমনটাই বেশিরভাগ রিভিউতে দেখা গেছে।

এক নজরে ভালো

  • অল্প দাম
  • ক্ষুদ্রাকৃতির
  • দীর্ঘ ব্যাটারি লাইফ

এক নজরে খারাপ

  • অডিওফাইলদের জন্য নয়
  • সোর্সের সাউন্ড কোয়ালিটির ওপর নির্ভরশীল
  • হেডফোন জ্যাকের ওপর নির্ভরশীল

মূল্য

ফিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে থাকে। সে অনুযায়ী এর মূল্য দুই হাজার ৫০০ টাকা।

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here