আজ বুধবার হতে ঢাকায় চলবে পাঠাও গাড়ি

9
341

মোবাইল অ্যাপে মোটরবাইক সেবায় জনপ্রিয় হওয়ার পর এবার গাড়িও যুক্ত করলো পাঠাও।

বুধবার হতে ঢাকায় পাঠাও-এর গাড়ি সেবা চালু হচ্ছে। শুরু হচ্ছে ১০০টি গাড়ি নিয়ে।

পাঠাও-এর মোটরবাইক সেবার অ্যাপটিতেই ডাকা যাবে গাড়ি।

পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুসেইন মো. ইলিয়াস টেকশহরডটকমকে জানান, গাড়িতে সেবা নিতে হলে বেইস ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা ও প্রতি মিনিট আড়াই টাকা হিসেবে ভাড়া গুনতে হবে।

যদিও চট্টগ্রামে অক্টোবরের ২০ তারিখে গাড়ি সেবা চালু করেছে তারা। সেখানেও ১০০টির মতো গাড়ি চলছে।

২০১৬ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে অ্যাপ মাধ্যমে মোটরবাইক সেবা চালু করে পাঠাও। এরপর জ্যামের শহর ঢাকায় সেবাটি দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। চলতি বছরের অক্টোবরে সেবাটি ঢাকার বাইরে চট্টগ্রামে নিয়ে যায় তারা।

শুরুতে মাত্র পাঁচজন চালক দিয়ে শুরু হওয়া পাঠাও ছয় মাসের মধ্যে পাঁচ শতাধিক চালক পেয়ে যায়। তখন তাদের লক্ষ্য ছিল ২০১৭ সালের মধ্যে রাইডার সংখ্যা ১ হাজারে নেয়া।

এখন ২০১৭ সাল শেষ হওয়া আগেই এই লক্ষ্য ছাড়িয়ে বেশ এগিয়ে গেছে এই দেশীয় স্টার্টআপটি।

স্টার্টআপটিতে বেশ বড় অঙ্কের একাধিক দেশি-বিদেশি বিনিয়োগ রয়েছে। সিঙ্গাপুরভিত্তিক অ্যাডভেঞ্চার ক্যাপিটাল এতে বিনিয়োগ করেছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here