স্টিভ জবসের ব‍্যবহৃত বিএমডব্লিউ নিলামে উঠছে

8
313

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব‍্যবহৃত একটি গাড়ি নিলামে তোলা হচ্ছে।

‘বিএমডব্লিও জেড৮’ স্পোর্ট গাড়িটি নিলাম যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। নিলামকারী প্রতিষ্ঠান আরএম সোথবির ধারণা গাড়িটির দাম ৩ থেকে ৪ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

গাড়িটি ১৯৯০ সালে ডিজাইন ও তৈরি কাজ শুরু করেছিলো বিএমডব্লিও কর্তৃপক্ষ। পরে তা ২০০০ সালে বাজারে বিক্রি শুরু হয়। সেই বছর ১ এপ্রিল গাড়িটি কেনেন স্টিভ জবস। তবে জবস গাড়িটি পান সে বছর ৬ অক্টোবর।

গাড়ির বাইরের অংশ  ‘টাইটেইনিয়াম’ দিয়ে বানানো। ভেতরের অংশে রয়েছে চামড়া। সেই সময় গাড়িটি মূল্য ছিলো এক লাখ ২৯ হাজার ডলার।

গাড়িটির সঙ্গে ছিলো বিশেষ বিল্ট-ইন মটোরলার একটি ফ্লিপ ফোন। নিলামে তোলা গাড়িটিতেও ফোনটি রয়েছে।

স্টিভ জবস মটোরলার ডিভাইস পছন্দ করতেন না। তাই গাড়িতে থাকা ফোনটি জবস কখনো ব‍্যবহার করতেন কিনা না নিয়ে সহেন্দ রয়েছে। তবে জবস জার্মান ডিজাইন পছন্দ করতেন। তাই গাড়টি কিনেছিলেন বলে জানিয়েছে আরএম সোথবি কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে ৬ ডিসেম্বর অনেক স্টিভ জবস ভক্ত গাড়িটি কিনতে নিলামে অংশগ্রহণ করবেন।

সূত্র /- দ্য নেক্সট ওয়েব

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here