গেম খেলার জন্যে বাজারে এল নতুন স্মার্টফোন

10
323

অনেকে ফোনে গেম খেলতে ভালোবাসেন। এই মুহূর্তে বাজারে হাই কনফিগারেশন অনেক ফোন থাকলেও গেম খেলতে গেলে প্রসেসর স্লো হয়ে যায়।

তাই গেমারদের ইচ্ছে থাকলেও গেম খেলার উপায় থাকে না। এই গেমারদের কথা মাথায় রেখে বাজারে এলো নতুন গেমিং স্মার্টফোন। ৮ জিবি র‌্যামের এই গেমিং ফোন আনলো রেজর। ফোনটি বিশেষভাবে গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে আছে অনবোর্ড স্পিকার। এতে ১২০ গিগাহার্জের ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এ ছাড়াও এর কনফিগারেশনও শক্তিশালী।

ফোনটি অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হলে গ্রাহকরা এটি হাতে পাবেন ১৭ নভেম্বর থেকে। এর দাম হতে পারে ৭০০ ডলার।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির শার্প আইজিজেডও ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল।

রেজরের এই ফ্লাগশিপ ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম বাড়িয়ে নেওয়া যাবে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ছবির জন্য আছে ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে হোম বাটন রয়েছে।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here