১২ শতাংশ আয় বেড়েছে অ্যাপেলের…

11
338

আইফোন ১০ এর জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টেক জায়ান্ট অ্যাপলের আয়।

চলতি বছরের চতুর্থ প্রান্তিকে গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি অ্যাপল সর্বশেষ প্রান্তিকের আয়ের হিসাব-নিকাশ প্রকাশ করেছে। সেখান থেকই এ তথ্য জানা যায়।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৫২.৬ বিলিয়ন। এই সময় ৪৬.৬৭ মিলিয়ন আইফোন ও ১০.২৩ মিলিয়ন আইপ‍্যাড বিক্রি হয়েছে।

এছাড়া সেবা খাতেও আয় বেড়েছে অ্যাপলের। অ্যাপল পে, অ্যাপল মিউজিক, অ্যাপস্টোরসহ খাতটি থেকে এ প্রান্তিকে অ্যাপলের আয় হয়েছে  ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে প্রতিষ্ঠানটির। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় যা ৩৪ শতাংশ বেশি।

আইফোন ১০ এর জনপ্রিয়তায় ভর করে অ্যাপলের আয় চলতি বছরের শেষ নাগাদ আর‌ও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

ফোনটির প্রি-অর্ডার শুরু হয় ২৭ অক্টোবর থেকে। সেসময় অ্যাপলের ওয়েবসাইটে প্রি-অর্ডার শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই ফোনটির স্টক শেষ হয়ে যায় বলে জানায় প্রতিষ্ঠানটি।

সুত্রঃ জিএসএম এরিনা 

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here