বিএমডব্লিউ ঘোষণা করল ১০ লাখ গাড়ি প্রত্যাহারের

26
442

আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকায় প্রায় ১০ লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিঝুঁকির দুটি আলাদা সমস্যার জন্য উত্তর আমেরিকা থেকে প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নেওয়া হবে।

পাশাপাশি এ সমস্যা আরো অনেক দেশেও ঘটতে পারে বলে জানিয়েছে তারা।

বিএমডব্লিউ জানায়, ২০০৬ সাল থেকে ২০১১ সালের মধ্যে নির্মিত কিছু বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ির ক্লাইমেট কন্ট্রোল ব্লোয়ার ফ্যানের সম্ভাব্য ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে সেগুলো প্রত্যাহার করা হচ্ছে। এ গাড়িগুলোয় হিটার বাল্বে সমস্যা রয়েছে, যার কারণে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে।

কোম্পানির মুখপাত্র মাইকেল রেবস্টোক জানান, প্রত্যাহারের হিসাবে মোট গাড়ির সংখ্যা ৭ লাখের মতো হতে পারে। তবে ‘ওভারল্যাপের’ কারণে মোট আক্রান্ত গাড়ির সংখ্যা প্রায় ১০ লাখের মতো হবে। এই বিপুল সংখ্যক গাড়ি ফেরত নেয়ার ঘটনাটি বিএমডব্লিউর ক্ষেত্রে একটি বড় ধাক্কা।

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here