রাউটার কি এবং রাউটার কিভাবে কাজ করে বিস্তারিত জানতে চায়?

9
851

আমি আজ আলোচনা করবো,রাউটার কি এবং রাউটার কিভাবে কাজ করে বিস্তারিত জানতে চায়? এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। আর রাউটিং এর জন্য ব্যবহুত ডিভাইস হলো রাউটার। ইহা ওএসআই মডেল এর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে।

আপনি রাউটার কেনার পর নিকটস্থ ব্রডব্যান্ড ওয়াইফাই কোম্পানির কাছ থেকে কানেকশন নিয়ে মাসিক বিল দিয়ে আনলিমিটেড ইচ্ছামত আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ, ও এক সাথে অনেকজন ব্যবহার করতে পারবেন।

সিসিএনএ (CCNA) কোর্সের বাংলা টিউটোরিয়াল পর্ব ০৯ বিষয় : স্ট্যাটিক রাউটিং

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here