ডিজিটাল নিয়োগ দিচ্ছে কাজী আইটি

25
483

একসাথে ৬ হাজার চাকরি প্রত্যাশীর অংশগ্রহণ।ডিজিটাল নিয়োগ দিচ্ছে কাজী আইটি ।সবাই তাকিয়ে দেখছে দেশসেরা করপোরেট ট্রেইনারদের (পারফমেন্স) বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা।

ট্রেনিং শেষ এবার কি শিখেছেন তা জানাতে তৈরি করতে হবে একটা প্রেজেন্টেশন। আর তাতেই আপনি চাকরি পাওয়ার প্রথম ধাপটি শেষ করে ফেললেন। প্রশ্ন হতে পারে শুধু কি ৬ হাজারই সুযোগ পাবে? না আপনি চাইলে দেশের যে কোনও প্রান্ত থেকে ফেসবুক ফ্যান পেজে সরাসরি দেখে একই কাজ করতে পারেন। তাতে আপনিও পাচ্ছেন চাকরি পাওয়ার সমান সুযোগ। কি নতুন কিছু শুনলেন? হা, ঠিক এমন আয়োজনই করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের হলেও বাংলাদেশে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন তারা। আর এমন আয়োজনে সব ধরনের সহযোগীতা করছে সরকারের এলআইসিটি প্রকল্প।

কাজী আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মাইক কাজী জানান, ঠিক কতো জনবল নেওয়া হবে তার কোন সীমাবদ্ধতা নেই তাদের। মোট তিনটি শাখার জন্য এনালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট, টিম লিডার,এ্যাসিস্টেন ম্যানেজার,ম্যানেজার এমন বিভিন্ন পদে জনবল নেয়া হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে যাদেরকে যোগ্য মনে হবে নিয়োগ পাবে সবাই। রাজধানীর নিকুঞ্জে প্রধান অফিস, ধানমন্ডির শাখা অফিস ও রাজশাহী অফিসের জন্য ডে এবং নাইট শিফটে এদেরকে নিয়োগ দেয়া হবে। মি.কাজী বলেন, কাজী আইটিতে কাজ করতে প্রথমত থাকতে হবে ইংরেজীতে ভালো দক্ষতা। এর বাইরে ভালো প্রেজেন্টেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল এসব দরকার তাদের। এর কারনটাও ব্যাখ্যা করলেন তিনি, মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের কাজ করেন তারা, তার জন্য এই যোগ্যতাগুলো প্রয়োজন তাদের।

রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে ১১ নভেম্বর ২০১৭ তারিখে দিনব্যাপী চলবে এমন আয়োজন। সকাল ৯ টা থেকে শুরু হবে প্রথম শীফটের আয়োজন, আর দ্বিতীয় শীফট শুরু হবে বিকেল ৩ টায়। যারা সরাসরি অংশগ্রহন করতে পারবে না কাজী আইটির ফেজবুক ফ্যান পেজ facebook.com/kaziitbd তে সরাসরি দেখেও একই কাজ করতে পারবেন তারা। এরই মধ্যে আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। প্রচুর চাকুরিপ্রার্থী এরই মধ্যে রেজিষ্ট্রেশন শেষ করেছে বলে জানালেন মাইক কাজী। তিনি বলেন, “বাংলাদেশে এত বিশাল জনশক্তিকে কাজে লাগাতেই এদেশে আমাদের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করছি কাঙ্খিত জনবল পাবো”।

মি.কাজী অংশগ্রহনকারিদের পরামর্শ দিলেন পুরো ট্রেনিংয় মনোযোগ দিয়ে দেখতে এবং নোট তৈরি করতে। যা পরবর্তীতে তাদের প্রেজেন্টেশন তৈরিতে সহায়ক হবে।

“কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প” শিরোনামের এমন আয়োজনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাঁদের https://goo.gl/haex9P এই লিংকে গিয়ে এখনই আবেদন করতে হবে। আবেদন নেয়া হবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ের পর কাজী আইটির এইচ আর টিম ইনভাইটেশন লেটার পাঠাবে। আর সেটার প্রিন্ট কপি ও এসএমএসের মাধ্যমে কনফার্ম হয়ে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে কাজী আইটি কর্তৃপক্ষ।

25 COMMENTS

  1. Приветики!
    Купить Диплом Гуз – Или Любого Вуза России!
    Омск большой город, в котором открыто огромное количество вакансий. Можно сравнить количество учебных часов по определенным специальностям с объемом, требуемым для степени магистра, и использовать более привычные для иностранцев термины – Master of ArtsScience или Bachelor of ArtsScience.https://saksx-diploms-srednee24.com/ Заказчик не всегда знает наверняка, что именно и в каком объеме нужно написать в задании. С ней Вы сможете поменять работу на более высокооплачиваемую или же занять руководящую должность у себя на предприятии.

  2. Доброго всем дня!

    Были ли у вас случаи, когда приходилось писать дипломную работу в крайне ограниченные сроки? Это действительно требует большой ответственности и трудоемкости, но важно не отступать и продолжать активно участвовать в учебном процессе, как я.
    Для тех, кто умеет эффективно находить и использовать информацию в сети, это действительно помогает в процессе согласования и написания дипломной работы. Больше не нужно тратить время на посещение библиотек или организацию встреч с научным руководителем. Здесь, на этом ресурсе, предоставлены надежные данные для заказа и написания дипломных и курсовых работ с гарантией качества и доставкой по всей России. Можете ознакомиться с предложениями тут , это проверенный источник!
    https://landik-diploms-srednee24.com/
    купить диплом нового образца
    купить диплом
    купить диплом Гознак
    купить диплом университета
    купить диплом техникума

    Желаю любому прекрасных отметок!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here