হ্যাক ডে-২০১৭ বাংলাদেশ করল ফেইসবুক ডেভেলপার সার্কেল

8
386

ফেইসবুক কমিউনিটি চ্যালেঞ্জ উদযাপন করতে হ্যাক ডে করেছে ফেইসবুক ডেভেলপার সার্কেল।

রাজধানীর ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।

হ্যাক ডে তে  ১০০ ডেভেলপার ফেইসবুক প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য ডেভেলপারদের জন্য সমাধান তৈরি করে। যা তাদের কোডিং দক্ষতা উন্নত এবং তাদের আরও দক্ষ কোডার হতে সাহায্য করে।

তারা বিভিন্ন উদ্ভাবনী সমাধান করেন যা পর্যালোচনা করে এক লাখ ৬৫ হাজার মার্কিন ডলার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ফেইসবুক।

ফেইসবুক ডেভেলপার সার্কেল ঢাকার লিড আরিফ নিজামী বলেন, ফেইসবুক কমিউনিটি চ্যালেঞ্জ : হ্যাক ডে বাংলাদেশের ডেভেলপারদের জন্য সর্বোত্তম এবং অত্যাধুনিক প্রোগ্রাম।

তিনি বলেন, অংশগ্রহণকারীরা যে ধরনের সলিউশন তৈরি করেছে সেটিকে উন্নত এবং মার্কেট রেডি করার জন্য ফেইসবুক ডেভেলপার সার্কেল ঢাকা তাদেরকে বিভিন্ন কার্যক্রম দিয়ে সাহায্য করবে।

ফেইসবুক ডেভেলপার সার্কেল : ঢাকার সদস্য হতে এই লিঙ্কে যেতে হবে।

 

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here