এক লাইসেন্সে চলবে ৫ ডিভাইস -অ্যাভিরা

8
322

নতুন সংস্করণে বাজারে এসে একটি লাইসেন্স দিয়ে পাঁচটি ডিভাইস ব্যবহারের সুবিধা দিচ্ছে অ্যাভিরা অ্যান্টিভাইরাস প্রো।

নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস প্রোটেকশন সম্বলিত এই সংস্করণে আরও থাকছে র‌্যানসামওয়্যার সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা, ফোন ও ইমেইল সাপোর্ট, শপিং ও ব্যাংকিং সুরক্ষা, নেটওয়ার্ক ও ইমেইল সুরক্ষা, ডিভাইস কন্ট্রোল এবং অ্যাড ব্লক সার্ভিস।

অ্যাভিরার নতুন এই অ্যান্টিভাইরাসের লাইসেন্স উইন্ডোজ, ম্যাক, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত যেকোনো পাঁচটি ডিভাইসে ব্যবহার করা যাবে।

একজন ব্যবহারকারী একই ইমেইল আইডি দিয়ে নিবন্ধিত লাইসেন্সটি তার একটি ম্যাকবুক, একটি আইফোন, একটি উইন্ডোজ কম্পিউটার, একটি উইন্ডোজ মোবাইল এবং একটি অ্যান্ড্রয়েড ফোনে কিংবা তার প্রয়োজন মত যেকোনো পাঁচটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত অ্যাভিরা এন্টিভাইরাস প্রো যারা ব্যবহার করছেন তারাও তাদের ক্রয়কৃত লাইসেন্সটি ব্যবহার করে উল্লেখিত সুবিধা উপভোগ করতে পারবেন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here