‘আই’ লেখা যাচ্ছে না আইওএস ১১ এ

24
386

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম (আইওএস) ১১.১ আপডেট করার পরই অনেক ব্যবহারকারী ইংরেজি আই (I,i) বর্ণটি লিখতে পারছেন না।

যখনই তারা I লিখছেন তখনই তা অটো কারেক্টেড হয়ে বড় হাতের A ,# কিংবা ? চিহ্নে রূপান্তরিত হচ্ছে।

এ ব্যাপারে কোয়ার্টজ ওয়েবসাইটের এক টেকনোলোজি রিপোর্টার টুইটারে অভিযোগ করে বলেছেন, আমার একটি ১১৫০ ডলারের ফোন আছে যা I বর্ণটি পড়তে পারছে না।

যারা আইওএস ১১.১ ব্যবহার করছেন তাদের অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

অ্যাপলের ওয়েবসাইটের ডিসকাশন ফোরামে এক ব্যবহারকারী লিখেছেন, এটা খুবই বিরক্তিকর সমস্যা।

 

তবে অ্যাপল সমস্যাটির সমাধান করতে তাদের ওয়েবসাইটে একটি দিক নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে তারা বলেছে, পরবর্তী সফটওয়্যার আপডেটের মাধ্যমে বাগটি ফিক্স করা হবে।

নির্দেশনা অনুযায়ী ব্যবহারকারীদেরকে সেটিংস থেকে জেনারেল এরপর কিবোর্ড সবশেষে টেক্সট রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে। এরপর + বাটনে ট্যাপ করতে হবে।

সূত্রঃ বিবিসি

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here