নোকিয়া ৫ নিয়ে এল ৩ জিবি র‌্যাম

9
666

গত জুলাই মাসে নোকিয়া ৫ লঞ্চ করেছিল এইচএমডি গ্লোবাল। আর আগস্টে এর বিক্রি শুরু হয়।

সেসময় স্মার্টফোনটিতে র‌্যাম ছিল মাত্র ২জিবি। এবার তা ৩ জিবিতে উন্নীত করা হয়েছে। সোমবার এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে তারা ভারতের বাজারে ৩জিবি র‌্যাম সহ নোকিয়া ৫ স্মার্টফোনটি ফের বাজারজাত করবে।

আগের ফোনটির দাম ছিল ১৬ হাজার টাকা। এবার ৩জিবির ফোনটির দাম পড়বে ১৭ হাজার ৫০০ টাকা। আগামীকাল মঙ্গলবার, ৭ নভেম্বর থেকে ফোনটি অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে প্রি অর্ডারের মাধ্যমে বিক্রি শুরু হবে। এরপর ১৫ নভেম্বর থেকে খুচরা বিক্রেতাদের দোকানে পাওয়া যাবে।

ফোনটির অন্যান্য ফিচারগুলো হলো ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি (৭২০x১২৮০ পিক্সেল) ডিসপ্লে সাথে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন, ডুয়াল সিম (ন্যানো), অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগেট অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড ৮ ওরিওতে আপডেট করা যাবে। অক্টাকোর ১.৫ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি প্রসেসর।

রিয়ার ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল, এফ/২.০ অ্যাপারচার এর। আর ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের।

এবার ফোনটিতে ৩জিবি র‌্যাম যুক্ত করা হলেও স্টোরেজ আগের মতো ১৬জিবিই থাকছে।

ব্যাটারিও আগের মতোই ৩০০০ এমএএইচ-ই থাকছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here